অবশেষে আল ইত্তিহাদে যোগ দিলেন বেনজেমা!

১২

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। সম্প্রতি সৌদি ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পান এই তারকা স্ট্রাইকার। এরপর গত রোববার এক বিবৃতিতে বেনজেমার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত দুই বছরের জন্য সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিলেন এই ফরাসি তারকা।

সোমবার বেনজেমার সৌদি ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইতালির ফুটবল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরোতে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেনজেমা। সৌদি ক্লাবটির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ থাকবেন ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

এর আগে গত জানুয়ারিতে ৩৫ বছর বয়সী বেনজেমাকে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়েছিলো। যে সময়টায় রোনালদো ম্যানইউ থেকে যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে। সেসময় বেনজেমা বিষয়টা ভেবে দেখার জন্য সময় নেন।

তবে ভেবে দেখার জন্য খুব বেশি সময় নেননি বেনজেমা। এখন শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ সমর্থকদের বিদায় জানানো বাকি বেনজেমার। এরপরই সৌদি আরবে পাড়ি জমাবেন এই ফরাসি তারকা।

এদিকে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিরও সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া আগামী মৌসুমে আরও বেশ কিছু তারকাকে নিজেদের ক্লাবে ভিড়িয়ে ফুটবল বিশ্বকে চমকে দিতে পারে এশিয়ার এই দেশটি।

You might also like