অবশেষে দীপাবলিতে আসছে অক্ষয়ের সিনেমা ‘সূর্যবংশী’
বলিউডের আলোচিত নায়ক সুপারস্টার অক্ষয় কুমার। একের পর এক গল্পনির্ভর ছবিতে নিজেকে হাজির করেছেন এই তারকা। গেল বছরের মার্চে অক্ষয়ের ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল।
অতিমারি করোনা ভাইরাসের কারণে ‘সূর্যবংশী’ সিনেমার মুক্তির তারিখ পিছিয়েছে প্রতিবার। শুধু তাই নয়। ঘোষণা দিয়েও মুক্তি স্থগিত করতে হয়েছে ছবিটির নির্মাতাদের।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির পুলিশ অ্যাকশন সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হলো এবার। আসছে দীপাবলিতে ভারতে ‘সূর্যবংশী’ মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক।
সম্প্রতি নির্মাতা রোহিত শেঠি টুইটে লিখেছেন, ‘অবশেষে আমরা বলতে পারি, আগামী দিওয়ালিতে পুলিশ আসছে…’। ‘সিংঘাম’ ও ‘সিম্বা’র পর এটি রোহিত শেঠির তৃতীয় পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা।
এই প্রথম নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় ‘সূর্যবংশী’তে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই নায়কের বিপরীতে রয়েছেন বলিউডের আরেক হার্টথ্রব ক্যাটরিনা কাইফ। ছবিতে অক্ষয়কে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় দেখা যাবে।
ছবিটির একটি গানে অক্ষয়ের সঙ্গে নেচেছেন ক্যাটরিনা কাইফ। এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণ ও রণবীর সিংকে।