অবশেষে বিয়ে হচ্ছে সালমানের বাড়িতে !

১৬০

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই খবর মোটামুটি নিশ্চিতভাবে জানা গেল। সালমান খানের বাড়িতে বিয়ের সানাই বাজল বলে। তবে সল্লু ভাই নন, বিয়ে করতে চলেছেন আরেক খান।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, সাত পাকে বাঁধা পড়তে চলছেন সালমানের ভাই আরবাজ।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, সামনের বছরের শুরুতেই আরবাজ খান বিয়ে করতে চলেছেন তার প্রেমিকা জর্জি অ্যান্ড্রিয়নিকে।

কিছু দিন আগেই বোন অর্পিতার বাড়িতে গণেশ পুজোয় আরবাজের সঙ্গে দেখা গিয়েছিল জর্জিকে। সঙ্গে ছিলেন জর্জির বাবা-মা’ও।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৯ বছরের বিবাহিত জীবন শেষ হয় আরবাজ ও মালাইকা অরোরার।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like