অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার অভিষেক
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার অভিষেক ও অনুদান বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর টেকনিক্যাল কলেজ হল রুমে এ আয়োজন করা হয়। এসময় প্রায় ১৫০ জনকে নগদ অনুদানসহ ২৩ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়া হয়। সমিতি সভাপতি মুহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কে.এম. মুছা, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাসেমসহ অন্যরা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি