অযৌক্তিক হারে দোকান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

১২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক অযৌক্তিক হারে দোকান ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা নিউমার্কেট কমপ্লেক্স বিজনেস ফোরাম।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্র্রেসক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, সম্প্রতি সিটি করপোরেশন ফোরামভূক্ত ৬টি মার্কেটে ৬০ থেকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির নোটিশ প্রদান করেন। যা একেবারেই অযৌক্তিক বলে দাবী করেন ব্যবসায়ীরা। এ সময় অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারিও দেন ব্যবসায়ীরা।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like