আত্মহত্যার পর সম্মান পেল অরিত্রি অধিকারী

৩৭৯

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর নামে তার নিজ বাড়ি কুমড়াখালী গ্রামে একটি সড়কের নামকরণ সহ অরিত্রি অধিকারী স্মৃতি পাঠাগার নির্মাণ করা হয়েছে। ‘অরিত্রি অধিকারী স্মৃতি সড়ক ও কুমড়াখালি মন্দির সংলগ্ন অরিত্রি অধিকারী স্মৃতি পাঠাগার নির্মাণ করেন তার বাবা দিলিপ অধিকারী।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকালে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিউনের কুমড়াখালী গ্রামের অরিত্রি অধিকারী স্মৃতি সড়কটি উদ্বোধন করেন বরগুনা জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রইসুল আলম রিপন।

উল্লেখ, পরীক্ষার সময় সঙ্গে মোবাইল ফোন পাওয়ায় অরিত্রির বিরুদ্ধে নকলের অভিযোগ এনে তার অভিবাবকদের ডেকে অপদস্ত করলে বাবা-মায়ের অসম্মান সইতে না পেরে গেল বছরের ৩ ডিসেম্বর নিজ ঘরে আত্মহত্যা করে অরিত্রি।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like