অর্জুন কাপুরের ওজন ১৪০ কেজি

৯৬

ইসহাক জাদে সিনেমা দিয়ে লাখ লাখ তরুণীর মনকাড়েন তিনি। একাধারে দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের মতো নামজাদা অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগাভাগি করে নিয়েছেন তিনি।  বলছি অর্জুন কাপুরের কথা। তার সিক্স প্যাক বডি দেখে পাগল হয় অনেকে।  সিনেমায় আসার পূর্বে অর্জুনের ওজন ছিল, ১৪০ কেজি।

অর্জুন এতোই মোটা ছিলেন যে কোনো বিমানের সিটেও জায়গা হত না তার। অতিরিক্ত ওজনের কারণে ভালোভাবে বসতে পারতেন না অর্জুন।

এমন কি ১০ সেকেন্ডের বেশি দৌড়াতে পারতেন না তিনি। মাত্র ২২ বছর বয়সেই  হাঁপানিসহ বেশ কিছু রোগে ভুগছিলেন তিনি। অর্জুন জানান, ‘মোটা হওয়াটাই যেন তার জীবনের একটি অংশ ছিল। ওজন কমানোর বিষয়ে কখনো ভাবতেননি না তিনি।

তাই অস্বাস্থ্যকর সব খাবার খেয়ে শুধুই ওজন বাড়িয়েছেন তিনি । তবে যখন থেকে ওজন কমানোর প্রতিজ্ঞা করেছেন ; তখন থেকেই  ডিটারমাইন্ড অর্জুন’। বিগত ৪ বছরে ৫০ কেজি ওজন কমিয়ে ফ্যাট থেকে ফিট হয়েছেন অর্জুন। অর্জুন আরও বলেন, ‘আমি জানতাম ওজন কমানোর কোনো শর্টকাট উপায় নেই। তাই ধৈর্য ধরেছি এবং নিয়ম মেনে ডায়েট ও শরীরচর্চা করেছি।’

You might also like