অর্থনৈতিক উন্নয়নে নিজস্ব পরিকল্পনায় কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী

১১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে সরকার। নিউইয়র্কে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। অর্থনীতিসহ

বাংলাদেশের সামাজিক বিভিন্ন অগ্রগতির সূচক তুলে ধরেন তিনি। স্বাস্থ্য, শিক্ষাসহ দেশ অর্থনৈতিকভাবে এগোলেও মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাড়তি বোঝা সামলাতে হতে হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। জানান, আগামীতে শিল্পের প্রসার ঘটাতে দেশে কারিগরি শিক্ষা ও শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like