অর্থ আত্মসাত প্রতারণা চক্রের ২জনকে আটক করেছে র‌্যাব-২

২২৫

দুদক এর উর্ধতন কর্মকর্তা পরিচয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মামলার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থেকে ২জনকে আটক করেছে র‌্যাব-২।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ র‌্যাব-২ এর বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
শনিবার সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-২ এর পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকি।

তিনি জানান, অভিযুক্তরা বিভিন্ন সময়ে দুদকের ডিজি, পরিচালক, অথবা বিভিন্ন বড় কর্মকর্তাদের পরিচয় দিয়ে সরাকরি কর্মকর্তাদের মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো। গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ নাম্বার , মোবাইল সহ বিভিন্ন অপারেটর এর সীম জব্দ করা হয়।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like