অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ ল্যাঙ্গারের পদত্যাগ
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জাস্টিন ল্যাঙ্গার। সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ডকে ধরাশায়ী করা দলের হেড কোচ কেন পদত্যাগ করলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন ল্যাঙ্গার।
জাস্টিন ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট কোম্পানি ডিএসইজি জানিয়েছে, শনিবার সকালেই অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগ পত্র পাঠানো হয়েছে। এরইমধ্যে মেলবোর্ন থেকে পার্থে ফিরে গেছেন এই কোচ।
অ্যাশেজ সাফল্যের পর ল্যাঙ্গারের চাকরির মেয়াদ স্বল্প সময়ের জন্য বাড়নোর ঘোষণাও দিয়েছিলো বোর্ড। ধারণা করা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়িত্ব না দেয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন সাবেক অজি ব্যাটার।
ল্যাঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ জুনে শেষ হওয়ার কথা ছিল। তিনি দীর্ঘমেয়াদে চুক্তি বাড়ানোর চেষ্টা করছিলেন।