আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা
বান্দরবানের লামা উপজেলায় ‘আলমগীর সিকদার’ নামে এক আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে তাকে ঘেরাও করে। পরে সেখানেই তাকে জবাই করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আপেহ্লা রাজু নাহা জানান, খুব দ্রুত ঘটনার সত্যতা যাচাই করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।