আখাউড়া স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ

১৫২

পণ্যের নিরাপত্তায় অনিশ্চয়তার অভিযোগ এনে আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

স্থলবন্দরের আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান,ভারতের ত্রিপুরার আগরতলায় ব্যবসায়ীদের সঙ্গে সেখানকার ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় কিছু নেতার দ্বন্দের কারণে বাংলাদেশি পণ্যের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।

সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বন্দর দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখবে। গেল বুধবার চাঁদার দাবিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হওয়া মাছ, সিমেন্ট ও তুলাসহ অন্যান্য পণ্যবোঝাই ট্রাক আগরতলা বন্দরে আটকে দেয় বিজেপির কয়েকজন নেতা। সন্ধ্যা পর্যন্ত আটকে থাকায় ১০ টনেরও বেশি মাছ পচে যায়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like