আগস্ট এলেই শুরু হয় ষড়যন্ত্র- ওবায়দুল কাদের

১৬৬

আগস্ট মাস এলেই ষড়যন্ত্র শুরু হয়, নেতাকর্মীদের সতর্ক করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্তদের সাহায্য-সহযোগিতা ও ১৫ আগস্টের কর্মসূচি পালনের পাশাপাশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like