আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট

আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট। সবকেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমে। সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে, নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমসহ অন্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।

এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টির প্রার্থীসহ ৮ জন। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন ৩শ ২৫ জন। গাজীপুর সিটি করপোরেশনে ভোটার সংখ্যা প্রায় ১২ লাখ।