‘আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে হবে’
আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খান।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে হবে। আপনারা মানুষের দ্বারে দ্বারে যান। শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য হাবিব হাসান, ইলিয়াস আলী মোল্লা, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকার ভিসা নীতি নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা ভিসা নীতি কেয়ার করি না। তারা তাদের দেশের জন্য ভিসা নীতি করেছে। আমাদেরও ভিসা নীতি আছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘যারা সন্ত্রাসের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় আজকের সমাবেশ তাদের জন্য দাঁত ভাঙা জবাব। তারা বলছে জেলখানা ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করবে। আরে আসেন না জেল ভাঙতে। সেদিন বুঝাইয়া দেওয়া হবে আওয়ামী লীগ কী করতে পারে।’
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি কেউ নির্বাচনে বাধা দেয়, আগুন সন্ত্রাস করে তবে তাদের এই দেশে থাকতে দেওয়া হবে না। সময় অনুযায়ী ও সংবিধান মতে আগামী নির্বাচন হবে। তাই নেতাকর্মীদের রাজপথে সজাগ থাকতে হবে।’