আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান
করোনা রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ভেন্টিলেটর, অক্সিজেন, হাই ফ্লু নজেল ক্যানোলা, বেড ও নগদ টাকা দিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
আজ (শনিবার) দুপুরে, আনুষ্ঠানিকভাবে মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সহ–সভাপতি এসএম মোরশেদ হোসাইন ও অর্থ সম্পাদক রেজাউল করিমের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি