আজীবন অসহায় ও দুস্থদের পুনর্বাসনের জন্য কাজ করে গেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী
এবিএম মহিউদ্দিন চৌধুরী আজীবন অসহায় ও দুস্থদের পুনর্বাসনের জন্য কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপনেত্রী হাসিনা মহিউদ্দিন।
সোমবার নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলহাজ¦ এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ সেলিম আকতার চৌধুরী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আঞ্জু, সহ সভাপতি মমতাজ খান সহ আরো অনেকে। পরে মাওলানা আনিসুল ইসলামের পরিচালনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্ক / বিজয় টিভি