আজ কিশোরগঞ্জ মুক্ত দিবস

১৩৮

আজ ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় দেখেনি কিশোরগঞ্জের মানুষ। সারাদেশের মানুষ বিজয়ের আনন্দ উপভোগ করলেও কিশোরগঞ্জের মানুষ বঞ্চিত ছিল সে আনন্দ থেকে। সেদিনও কিশোরগঞ্জের আকাশে উড়ছিল পাকিস্তানি পতাকা।

১৬ ডিসেম্বর ঢাকায় পাকবাহিনীর আত্মসমর্পনের খবরে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধারা কিশোরগঞ্জকে মুক্ত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে। পরদিন ১৭ ডিসেম্বর সামান্য প্রতিরোধের মুখেই পাকবাহিনীর এদেশীয় দোসররা আত্মসমর্পন করে।

শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে। এভাবেই বিজয় দিবসের একদিন পর ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত হয় এবং কিশোরগঞ্জের আকাশে উঠে স্বাধীন বাংলাদেশের পতাকা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like