আজ থেকে দেশে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বর্তমানে, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা।
এর আগে, গতকাল, প্রতি ভরিতে অলংকার তৈরির এই ধাতুর দাম ১ হাজার ৮৬৬ টাকা বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
এতে জানানো হয়, এখন থেকে ২২ ক্যারেটের ভরি স্বর্ণের দাম পড়বে ৭৪ হাজার ৯৯৯ দশমিক ৫২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৭১ হাজার ৬৭৫ দশমিক ২৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৬১ হাজার ৮১৯ দশমিক ২০ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৫১ হাজার ২০৪ দশমিক ৯৬ টাকা।