আজ থেকে সমকামীতা আর অপরাধ নয় !

৩২৮

নারী-পুরুষের ভালবাসায় যখন জন্ম নেয় নতুন এক জীবন। তখন দুই নারীর ভালবাসায় জন্ম হয় নতুন এক ‘আমির’। সঙ্গীর পছন্দে কেউ কেটে ফেলে তাঁর সখের লম্বা চুল, কেউ বা সাধের শাড়িটি শরীরে আর জড়ায় না।

প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে কেউ কেউ আবার বদলে ফেলে নিজের শরীর। চাহিদা থাকে শুধু একটু সঙ্গীর মুখের হাসি, আর ভালবাসা। তাই ‘প্রেম’ এই গলিও সহজ নহে।

‘এবার স্বাধীন দেশে স্বাধীন আমরা। অবশেষে আমরা বিচার পেলাম’। বাতিল হল ভারতীয় দন্ডবিধি ৩৭৭। আজ থেকে সমকামীতা আর অপরাধ নয়! জয় হয়েছে তাঁদের ভালবাসার। শুভেচ্ছা বার্তায় ভরছে ট্যুইটার সাইট। সেলিব্রিটি থেকে আমজনতা সোশ্যাল মিডিয়ায় ওড়াচ্ছে ‘রেনবো’ পতাকা। কারও বা আবার আজ ডিপি এই পতাকা।

ইতিমধ্যে আলিয়া ভাট থেকে টুইঙ্কেল খান্না, করণ জোহর থেকে থেকে সৃজিত মুখোপাধ্যায়, বরুন ধাওয়ান ভারতীয় আইনের এই বদলে উচ্ছ্বসিত। সবার মুখে একটাই কথা, “ভারতীয় বিচারে আজ একটি ঐতিহাসিক দিন’।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like