আজ পবিত্র শবে বরাত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাতে পালিত হবে মুসলিম সম্প্রদায়ের সৌভাগ্যের রজনী- শবে বরাত। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকিরসহ নানা ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শবে বরাত’ হল সৌভাগ্যের রজনী, যা আরবিতে ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতই মহিমান্বিত এ রজনী।

এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন আল্লাহ। বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য স্রষ্টার দরবারে ক্ষমা প্রার্থনা করেন মুসলমানরা। একইসঙ্গে ভবিষ্যতে পাপ-পঙ্কিলতা পরিবহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

হাদিসে আছে, পবিত্র এ রজনীতে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ এবং শিরককারী ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।

দোষ-ত্রুটি শুধরে সৃষ্টিকর্তার ক্ষমা ও নৈকট্য লাভে শবে বরাতের রাতের পাশাপাশি শাবান মাসের পরবর্তী দিনগুলোও ইবাদত-বন্দেগির জন্য গুরুত্বপূর্ণ।

উন্নত খাবারের প্রতিযোগিতা কিংবা আতশবাজির উৎসব না করে ইবাদতের মাধ্যমে শবে বরাত অতিবাহিত করার পরামর্শ ইসলামি চিন্তাবিদদের।

পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ পৃথক বাণী দিয়েছেন। শবে বরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

শবে বরাত উপলক্ষে আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের প্রতিটি মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও জিকির-আসকার অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদে রাতে ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।

শবে বরাতের পবিত্রতা রক্ষায় রাজধানীতে বিস্ম্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা ও অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

You might also like