আট প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

১৩

অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রির অভিযোগে রাজধানীর লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব। অভিযানে আট প্রতিষ্ঠানকে ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ এপ্রিল) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত র‍্যাব-১০ এর একটি দল লালবাগ, কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালায়।

এ সময় বিএসটিআই প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

উল্লিখিত এলাকায় অনুমোদনহীন নকল কসমেটিক্স ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে- জি বাংলা বেকারিকে ১ লাখ টাকা, বিসমিল্লাহ চানাচুরকে ১ লাখ টাকা, এ্যাঞ্জেল ফুডকে ১ লাখ টাকা, মাস্টার নুডলসকে ১ লাখ টাকা, মদিনা নুডলসকে এক লাখ টাকা, সালমা কসমেটিক্সকে ৫০ হাজার টাকা, মায়ের দোয়া বেকারিকে ১ লাখ ও নামবিহীন একটি কসমেটিক্স উৎপাদনকারী কোম্পানিকে ৩ লাখ টাকাসহ মোট আট প্রতিষ্ঠানকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা মূল্যের এক ট্রাক নকল কসমেটিক্স জব্দ ও ধ্বংস করেন।

You might also like