আনোয়ারার ভাইস চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

১৪৫

আনোয়ারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম প্রকাশ বদনী মেম্বারের ছেলে আকতার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে কর্ণফুলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ। গ্রেফতার আকতার হোসেনের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় মোট ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

ওসি আলমগীর মাহমুদ বলেন, ‘আকতার হোসেনের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় হত্যা, অস্ত্র আইনে মোট ১০টি মামলা রয়েছে। এসব মামলায় পলাতক ছিলেন তিনি।’ আকতার হোসেনের মা মরিয়ম বেগম পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মরিয়ম বেগম আনোয়ারায় বদনী মেম্বার নামে পরিচিত।

বিভিন্ন মামলার কারণে তিনি প্রায় সময় আত্মগোপনে থাকতেন কর্ণফুলী আনোয়ারার আশপাশের এলাকার সে মূর্তিমান আতংক।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like