আনোয়ারায় আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু
সাতকানিয়া উপজেলার কালিয়াইশে আগুনে পুড়ে আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিনিয়র স্টেশন অফিসার মাহবুব আলম জানান, কালিয়াইশের ২ নম্বর ওয়ার্ডের ৪ কক্ষের একটি সেমিপাকা ঘরে আগুন লাগার খবর পেয়ে সাতকানিয়া ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি পাঠানো হয়।
আধঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ মরদেহটি পাওয়া যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি