আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজি চালক নিহত

৯৫

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজি চালক মোহাম্মদ হানিফ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

আজ (বৃহস্পতিবার) সকালে, উপজেলার কালাবিবি দীঘিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে বাঁশখালী থেকে আসা সিএনজির সঙ্গে গরুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান।

পরে, স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়। আনোয়ারা থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like