আনোয়ারায় ধর্ষণ মামলার মূল হোতা প্রতিপক্ষের হামলায় নিহত
আনোয়ারায় কেইপিজেডের নারীকর্মী গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আবদুন নুরের মরদেহ মিলেছে চায়না ইকোনমিক জোন সংলগ্ন পাহাড়ে।
গতকাল গভীররাতে চায়না ইকোনমিক জোন সংলগ্ন হাজিগাও পাহাড়ে গুলাগুলির শব্দ শুনে স্থানীয়রা আনোয়ারা থানা পুলিশকে জানান। ভোরে ঐ এলাকায় গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ১ টি এলজি, ৩টি ছোরা ও ৪ টি কার্তুজ উদ্ধার হয়েছে। আব্দুন নুর প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে বলে ধারনা পুলিশের। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। গত ৪জুলাই রাতে চায়না ইকোনোমিক জোন এলাকায় গণধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় সিএনজি চালকসহ ৪জন জড়িত থাকার বিষয়ে তথ্য পায় পুলিশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি