আন্তঃজেলা চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার

১০৫

চট্টগ্রাম নগরীতে আন্তঃজেলা চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে লালদীঘির পাড়ের একটি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত কয়েক মাসে কোতোয়ালী থানা এলাকায় পাঁচটি চুরির ঘটনা ঘটে। সম্প্রতি মালিঙ্গা নামে এক চোরকে গ্রেফতারের পর আন্তঃজেলা চোর চক্রের ব্যাপারে তথ্য পায় পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তিনি আরো জানান,  দেশের বিভিন্ন এলাকায় গত ১২ বছর ধরে চুরি করে আসছে আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা। ৯টি ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ করে এ চক্রের সদস্যরা।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like