আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর ঘোষণা
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের স্বেচ্ছা বিরতি নিয়েছিলেন। বিরতি শেষ হওয়ার আগেই বিদায়ের ঘোষণা দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিম। লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
শনিবার তৃতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিং আর অধিনায়কত্বের কারণে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তামিম। এমন অর্জনের কয়েক ঘণ্টা পরই টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিলেন তামিম।