আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন

১১১

“টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন” এই শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (রবিবার) সকালে শহরের বকুলতলা মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আহমেদ কবীর। সনাক সভাপতি মীর আনসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার, সহকারী কমিশনার(ভুমি) মাজহারুল ইসলাম, সাংবাদিক শফিক জামান, জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এসময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like