আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে দুই কিলোমিটার সড়ক আলপনা

১৮৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহে দুই কিলোমিটার সড়কে আলপনা আঁকা হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পর্যন্ত আলপনা আঁকা হয়।

এ সময় রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় একুশের চিত্র। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বর্তমান প্রজন্মের কাছে একুশের চেতনা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like