আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অপপ্রচারে লিপ্ত- ওবায়দুল কাদের
আন্দোলনে-নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় একথা বলেন তিনি। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তারা আন্দোলনের হাক ডাক দেয় কিন্তু বাস্তবে তার দেখা মেলে না। নেতিবাচক রাজনীতি দলটিকে জনবিচ্ছিন্ন করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী কেউ আওয়ামী লীগের সদস্য পদ পেতে পারেনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অপশক্তি, অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি