আপিল শুনানি চলছে ইসিতে

১০২

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। শুনানির প্রথম দিনে ক্রমিক অনুযায়ী ১৬০ পর্যন্ত যারা আপিলকারী আছেন, তাদের শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে এ শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে শুনানি চলছে।
প্রার্থীতা বৈধ: বগুরা-৭ মোরশেদ মিল্টন, ঢাকা-১ আবু আশফাক, ঢাকা-২০ তমিজ উদ্দিন, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি, জামালপুর-৪ ফরিদুল কবির, পটুয়াখালী-৩ মো. শাহজাহান, মাদারীপুর-১ জহিরুল ইসলাম মিন্টু, ঝিনাইদহ-২ আব্দুল মজিদ, সিলেট-৩ আব্দুল কাইয়ুম চৌধুরি, জয়পুরহাট-১ ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আখতারুজ্জামান ও পটুয়াখালী-১ সুমন সন্যামত…

প্রার্থীতা বাতিল: চাঁপাইনবাবগঞ্জ-১ শামসুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ-২ তৈয়ব আলী, মাদারীপুর-৩ আব্দুল খালেক, দিনাজপুর-২ মোবাররক হোসেন, দিনাজপুর-১ পারভেজ হোসেন, ফেনী-১ মিজানুর রহমান…

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৪৩ জন আপিল করেছে। বুধবার (৫ ডিসেম্বর) শেষদিনে ২২২টি আপিল জমা পড়েছে। এর আগে, সোমবার ৮৪টি ও মঙ্গলবার ২৩৭টি আবেদন পড়ে। বেশিরভাগ আপিলই মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে। তবে, রিটার্নিং অফিসার ঘোষিত বৈধ প্রার্থীদের বিরুদ্ধেও কিছু আপিল জমা পড়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে পুর্ণাঙ্গ কমিশন আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সেখানে কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতে পারবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনযায়ী, আপিলের প্রথম দিনে ১ থেকে ১৬০, দ্বিতীয় দিনে ১৬১ থেকে ৩১০ এবং শেষ দিন ৩১১ থেকে ৫৪৩ ক্রমিক পর্যন্ত শুনানি হবে।

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like