আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৮ আহত ৬৭

১৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি কোচিং সেন্টারে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬৭ জন।

নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে ওই কোচিং সেন্টারে ক্লাস করছিল।

কাবুলের শিয়া অধ্যুষিত এলাকার ওই কোচিং সেন্টারটিতে বুধবার নিয়মিত ক্লাস চলছিল। ওই সময়ে এক আত্মঘাতী বোমা হামলাকারী হেঁটে সেখানে প্রবেশ করে এবং শরীরে বাঁধা বিস্ফোরক ভেল্টের বিস্ফোরণ ঘটায়।

কোনো সংগঠন এখনো এই হামলার দায় স্বীকার করেনি। জঙ্গি সংগঠন তালেবান বলেছে, এই হামলার তারা জড়িত নয়।

 

নিউজ ডেস্ক / বিজয় টিভি

You might also like