আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত

১৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে সোমবার দেশটির গোয়েন্দা সংস্থার একটি স্থাপনা লক্ষ্য করে চালানো গাড়ি বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। একজন সরকারি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা এএফপি’কে বলেন, ‘সন্ত্রাসীরা একটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালায়। তাদের হামলার লক্ষ্য ছিল গজনি নগরীতে অবস্থিত জাতীয় নিরাপত্তা অধিদপ্তর ইউনিট।

তিনি জানান, সেখানে ভয়াবহ এ হামলায় পাঁচজন নিহত ও ৩২ জন আহত হয়েছে। কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গজনির স্বাস্থ্য কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেছে।

অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like