আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধে ৬০ কোটি মার্কিন ডলার চাই জাতিসংঘ
আফগানিস্তানে মানবিক বিপর্যয় মোকাবিলায় ৬০ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করতে চায় জাতিসংঘ।
এ লক্ষ্যে সোমবার, সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলন করবে জাতিসংঘ। আরে সম্মেলনে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে অংশ নিবেন আন্তনিও গুতেরেসও। মূলত পশ্চিমা সমর্থিত সরকারের হঠাৎ পতনের কারণে দেশটিতে বৈদেশিক সহায়তা আকস্মিকভাবেই বন্ধ হয়ে যায়। আর এতেই দেশটিতে মানবিক সংকট আরও প্রকট হয়ে ওঠে। এদিকে, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের উদ্যোগে চীন, রাশিয়া ও ইরানের গোয়েন্দা প্রধানদের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।