আফ্রিকার নেশন্স কাপের ফাইনালে সেনেগাল

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশন্স কাপে ফাইনালে উঠেছে সেনেগাল। বুধবার রাতে সেমিফাইনালে বুরকিনা ফাসোকে ৩-১ গোলে হারিয়েছে তারা।

ক্যামেরুনের আহমেদু আহিজো স্টেডিয়ামে হওয়া প্রথম সেমিফাইনালে ৬৯ মিনিট পর্যন্ত দু’দল কোনো দলই গোল করতে পারেনি। এরপর ১৭ মিনিটের মধ্যে হয় ম্যাচের সবকটি গোল।

ম্যাচের ৭০ মিনিটে বুরকিনা ফাসোর জালে বল পাঠায় সেনেগাল। কউলিবালির কর্নার কিক থেকে বল পেয়ে ডান পায়ে লক্ষ্যভেদ করেন আবদু ডিয়ালো। এর ৬ মিনিট পর দৃশ্যপটে হাজির সাদিও মানে। লিভারপুল তারকা বল বাড়িয়ে ইদ্রিসা গুইয়েকে দিয়ে গোল করিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৮২ মিনিটে ব্লাটি টুরে গোল করে বুরকিনা ফাসোকে ম্যাচে ফেরানোর আশা জাগিয়েছিলেন। কিন্তু সেই আশা ভঙ্গ করেন মানে। খেলার ৮৭ মিনিটে বাম পায়ে লক্ষ্যভেদ করে সেনেগালের ফাইনালে যাওয়া নিশ্চিত করেন তিনি।

এদিকে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে মিশর ও স্বাগতিক ক্যামেরুন। ৭ই ফেব্রুয়ারি ফাইনালে সেনেগালের প্রতিপক্ষ স্বাগতিক ক্যামেরুন অথবা মিশর।

You might also like