আবাসিক গ্যাস সংযোগের ন্যায্য দাবিতে মতবিনিময় সভা
আবাসিক গ্যাস সংযোগের ন্যায্য দাবিতে কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদের মতবিনিময় সভা হয়েছে।
সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভায় কেজিডিসিএল ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্তসহ আরো অনেকে ।এ সময় বক্তারা কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ বরাবর কোটি টাকা পরিশোধ করা হলেও বিগত ৫ বছর যাবৎ বন্ধ ২৫ হাজার গ্রাহকের আবাসিক গ্যাস সংযোগের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বরেও হুঁশিয়ারি দেন তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি