আবিদ হত্যা মামলায় আসামীদের বেকসুর খালাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন
শিক্ষার্থী আবিদ হত্যা মামলার আসামীদের বেকসুর খালাসের প্রতিবাদে এবং পুনঃবিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের বাবা অভিযুক্তদের বিচারের দাবি জানান। ২০১১ সালে এ দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র আবিদুর রহমান আবিদকে পিটিয়ে হত্যা করেন তারই সহপাঠী ও বড় ভাইসহ কিছু ছাত্রনামধারী সন্ত্রাসী। এ ঘটনায় আবিদের বাবা নিয়ামত উল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় ২২ জনের নামে মামলা করেন। ২০১২ সালে ১০ জনের বিরুদ্ধে আবিদ হত্যা সম্পৃক্ততা না পাওয়ার কথা বলে মামলা থেকে তাদের অব্যাহতি প্রদান করেন। এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন আবিদের পরিবার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি