আমার জীবনে বেশি চাহিদা নেই, এতো বিলাসিতা নেই: ইভানা

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। দেশীয় একটি রিয়্যালিটি ‘শো’-এর মঞ্চ থেকে উঠে আসা মেয়েটি এখন পাকা অভিনেত্রী। অভিনয়ের ব্যাপারে এতটাই মনোযোগী যে, বেছে বেছে নাটকে কাজ করে থাকেন এই অভিনয় শিল্পী। পারসা ইভানার ভাষ্য, “যা পাচ্ছি তাই করছি না। আগের চেয়ে ম্যাচিউর হয়েছি। এই ম্যাচিউরিটি এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট’-নাটকে কাজের পর থেকে।”

গেলো ঈদুল ফিতরে কাজল আরেফিন অমি পরিচালিত ‘বিদেশ’ এবং ‘হোটেল রিল্যাক্স’ দুটি কাজে নজর কেড়েছেন পারসা ইভানা। দর্শক প্রতিক্রিয়ায় জানা যায়, ‘বিদেশ’ ঈদের সেরা নাটক। অন্যদিকে ‘হোটেল রিল্যাক্স’র মাধ্যমে ওটিটির দুনিয়ায় অভিষিক্ত হয়েছেন এই অভিনেত্রী। কাজ দুটিতে বেশ তৃপ্ত পারসা ইভানা। সম্প্রতি গণমাধ্যমকে এই অভিনেত্রী জানান, কোরবানির ঈদে তার দুটি নাটক চূড়ান্ত হয়েছে। একটি ‘কোরবানি’ এবং অন্যটি ‘কিডনি’।

এদিকে ‘বিদেশ’ নাটক নিয়ে ইভানা বলেন, ‘বিদেশ’ ইউটিউবে রেকর্ড গড়েছে। সর্বমহল থেকে দর্শকদের প্রশংসা পেয়েছি। অতীতের কাজগুলো থেকেও প্রশংসা পেয়েছি, কিন্তু আমার কাছে অনুভব হয়েছে এবারের প্রশংসা একটু স্পেশাল। এছাড়া ‘হোটেল রিল্যাক্স’ ওটিটিতে অন্যান্য সব রেকর্ড ভেঙে ফেলেছে। দর্শক আমাকে টেক্সটে জানিয়েছে তারা পূর্ণ বিনোদন পেয়েছে। একটি গান আছে, সেখানে আমার নাচের বেশি প্রশংসা করেছেন দর্শক। সবমিলিয়ে আমার ঈদ খুব ভালো কেটেছে।

অন্যদিকে, দর্শকদের কাছ থেকে পাওয়া এই প্রশংসা পারসা ইভানাকে নার্ভাস করে দিচ্ছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দর্শক এখন আমার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। এজন্য নার্ভাস ও ভয় লাগে। আগে অতটা বেছে কাজ করতাম না। স্ক্রিপ্টে ভালো মন্দ অতোকিছু বুঝতাম না। চাইলেই যে কাউকে শিডিউল দিতাম। কিন্তু এখন আমি ম্যাচিউরড।’

এছাড়াও স্ক্রিপ্ট প্রসঙ্গে ইভানা বলেন, “স্ক্রিপ্ট পড়েই এখন বুঝতে পারি কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ ফিডব্যাক দেবে। এজন্য মাঝেমধ্যে নার্ভাস লাগে। দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। আগামীতে যে কাজ করবো সেটা আগের তুলনায় কীভাবে বেটার করতে পারবো সবসময় এসব বিষয়ে সচেতন থাকতে হয়।

সবশেষে অভিনেত্রী জানান, অভিনয়ই তার পেশা, তাই এই দিকটাই সবসময় মাথায় রাখতে হচ্ছে। আয়ের অন্য সোর্স থাকলে হয়তো আরও চুজি হতেন বলেও জানান অভিনেত্রী। ইভানা বলেন, আমি এখন কাজের সংখ্যা দেখি না, কোয়ালিটিকে গুরুত্ব দিয়ে কাজ করি। আমি মনে করি, কতগুলো কাজ করলাম এই সংখ্যার চেয়ে কতগুলো ভালো কাজ করলাম মানুষ তাই মনে রাখে। তাই বর্তমানে খুব বেছে কাজ করছেন বলেও জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।