আরো ৬২ লাখ ফাইজার টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ফাইজারের আরো ৬২ লাখ ডোজ কোভিড-১৯ টিকা উপহার দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদান ৫ কোটি ১০ লাখ ডোজ ছাড়ালো। দেশের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের জীবনরক্ষাকারী টিকাদান প্রচেষ্টা ত্বরান্বিত করতে সহায়তা করবে এই টিকা।

যুক্তরাষ্ট্র থেকে আরো টিকা আসবে বলে আশা করা হচ্ছে।