আলফাডাঙ্গায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে আলফাডাঙ্গা বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।
জানা যায়, মৎস্য নিধন অভিযান চলাকালীন সময়ে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে আলফাডাঙ্গা বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়। পরে জব্দ জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।
আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ জানান, জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে আলফাডাঙ্গা বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।