আলিয়ার ব্যস্ততার কারণে নিজের মেয়ের দেখভালের জন্য কাকে নির্বাচন করলেন রণবীর?
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলো রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২২ সালেই বলিউডের এই স্বনামধন্য অভিনেতা ও অভিনেত্রী ঘর বেঁধেছেন। গত বছরের এপ্রিলে তাদের চারহাত এক হবার পরে, নভেম্বরেই এই জুটি ভক্ত শুভানুধ্যায়ীদের দিয়েছেন সুখবর। তাঁদের কোল আলো করে এসেছে তাদের প্রথম কন্যা সন্তান। বর্তমানে দেখতে দেখতে আলিয়া ও রণবীরের মেয়ে রাহা কাপুরের বয়স হয়ে গেছে ৬ মাস। তবে মেয়েকে রেখেই দীর্ঘ বিরতির পর এবার কাজে ফিরতে হচ্ছে মা আলিয়া ভাটকে। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং সেটে দেখা গেছে তাকে। শুধু শুটিংই নয়, একটি আন্তর্জাতিক পোশাক সংস্থার ফ্যাশন শোয়েও আলিয়া ভাট যোগ দিয়েছেন। এমনকি, চলতি মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হওয়া মেট গালাতেও প্রথম বারের মত পা রেখেছেন তিনি।
আলিয়ার এরকম উচ্ছ্বলতা দেখে তাদের ভক্তদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারা ভাবছিলেন মেয়ে রাহার দেখাশোনা করার জন্য সেরকম দায়ীত্বশীল কোনো লোকের দেখা পাবেন কি রণবীর?
তারই সূত্র ধরে সম্প্রতি অনুষ্ঠিত এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে উপস্থাপক প্রশ্ন করে বসেন যে, বলিউডের কোন তারকাকে নির্ভরযোগ্যভাবে নিজের মেয়ের দেখাশোনার দায়িত্ব দেবেন রণবীর। উত্তরে এই অভিনেতা জানান, বলিউডে তারকাদের মধ্যে শাহরুখ খানকে তিনি নিজের মেয়ের দেখভাল করার জন্য রাখতে চান। অনুষ্ঠানে রণবীর বলেন, ‘‘শাহরুখ খানকে কিছুই বিশেষ করতে হবে না। তিনি নিজের হাত খুলে ওই পরিচিত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেই রাহা খুশি হয়ে যাবে!’’
বলাই বাহুল্য, রণবীর কাপুর শাহরুখ খানের অনেক বড় একজন ভক্ত। বিভিন্ন স্থানে এ ব্যাপারটি তিনি নিজ মুখেই একাধিক বার স্বীকার করেছেন। শুধু তাই নয়! শাহরুখের সাথে আলিয়ারও সম্পর্ক বেশ ভালো। আর সেই দাবীতেই সম্ভবত রণবীর কাপুর শাহরুখকে নিয়ে এরকম আবদার করে বসলেন।