আ’লীগ কার্যালয়ে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

৩১০

ধানমন্ডিতে অওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত সাড়ে ৭টায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরের উকিলপাড়াস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শোয়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জুবায়ের আহমদ অপুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাডভোকেট বুরহান উদ্দিন,জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্ক কান্তি দেসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, আজকে দেশে ছাত্রসমাজের আন্দোলনকে পুজিঁ করে বিএনপি ও তাদের দোসর স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির ফায়দা নিতে চাইছে। এরই অংশ হিসেবে ছাত্র সমাজের আন্দোলনে  হত্যাকান্ড করার পাশাপাশি অাওয়ামী লীগ কার্যালয়ে তারা পরিকল্পিতভাবে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জোর দাবী জানান।

 

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like