আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের গণসচেতনতা সপ্তাহর উদ্বোধন
চলমান গুজব ও গণপিটুনীর ঘটনা রোধে আশুলিয়ায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর গণসচেতনতা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণসচেতনতা সপ্তাহের উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমান। এসময় তিনি বলেন, যে সেতু মানুষের কল্যাণে নির্মাণ করা হচ্ছে, সেখানে মানুষের জন্য অকল্যাণকর কিছু করতে হবে, সেটা বিশ্বাসযোগ্য নয়। কেউ অপরাধ করলে, তাকে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি