আশুলিয়ায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় প্রায় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. মুসতাকিনকে (৪৫) গ্রেপ্তার করে।
আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছিলো বলেও জানায় র্যাব।