আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক নিহত

১০৮

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ভটভটির চাপায় আলী আজগর নামে এক রিক্সাচালক নিহত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বগাদী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি রাস্তার পাশে দাড়ানো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাচালক আলী আজগর মারা যায়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান পুলিশ।

নিউজ ডেস্ক/ বিজয় টিভি

You might also like