আড়াই বছরের সন্তানকে হত্যা করলো বাবা

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে নিজের সন্তানকে হত্যা করেছেন জাকির হোসেন নামে এক বাবা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌসের বয়স আড়াই বছর।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বছর আগে বিয়ে করে জাকির হোসেন। তিনি একজন কৃষক। বিয়ের কয়েক বছর পর তাদের ঘরে আসে জান্নাতুল। কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরে জাকির কাঁচি মেয়ের পেটে ঢুকিয়ে দেয়। এতে জান্নাতুলের মৃত্যু হয়। হত্যার কথা নিজে স্বীকার করেছে জাকির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আরও সত্য বেরিয়ে আসবে।

You might also like