আ. লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে দোয়া মাহফিল

১২১

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং করোনাকালে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন,  সাংগঠনিক সম্পাদক শফিক আদনানসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, জাতির জন্য যখন যা প্রয়োজন মনে করেছে, সেটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।  ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সব আন্দোলনেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশ গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে এ দল।

নিউজ ডেস্ক/বিজয় টিভি

You might also like