ইউক্রেনে আর কোনো বড় হামলা ঘটবে না, ঘোষণা পুতিনের
ইউক্রেনে রুশ বাহিনী আর বড় কোনো হামলা ঘটাবে না বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চায় না রাশিয়া।
শুক্রবার (১৪ অক্টোবর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন।
এসময়, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ায় চলমান সেনা নিয়োগ প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলেও নিশ্চিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য তিনি অনুতপ্ত নন বলেও জানান।
এর আগে, এশীয় এবং ইউরেশীয় দেশগুলোর জোট সিআইসিএ সম্মেলনে যোগ দিতে গত ১৩ অক্টোবর কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট।