ইউক্রেন পরিস্থিতির প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী
ইউক্রেন যুদ্ধের প্রভাব বাংলাদেশের খাদ্যের ওপর কিছুটা হলেও পড়বে। তবে, সেক্ষেত্রে খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
দেশে এখন চাহিদার তুলনায় সব ধরনের খাদ্য সামগ্রীর মজুত বেশিই আছে বলেও জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বুধবার সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র মহাপরিচালক ছি ডংয়ি’র নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠক শেষে এসব কথা জানান কৃষিমন্ত্রী।
তিনি বলেন, মার্চ-এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। তখন সমস্যা আরও কেটে যাবে। বাংলাদেশের কৃষিমন্ত্রী জানান, দেশের কৃষি উন্নয়নে বিনিয়োগ করতে চায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
এফএও’র মহাপরিচালক জানান, যেকোনো সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ। মুক্তিযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত জাতিসংঘকে বন্ধু হিসেবে পাশে পেয়েছে বাংলাদেশ। এই বন্ধুত্ব আগামীতেও থাকবে।
এদিকে, গতকাল মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচকার’র (এফএও) ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন। ৪ দিনের এ আয়োজনে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের ৪৩ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।